সারা বাংলা

ভোটার উপস্থিতি কমেছে সিলেটে

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সদ্যসমাপ্ত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে এবার ভোটার উপস্থিতি কমেছে ১ দশমিক ১১ শতাংশ। ১৩২টি ভোটকেন্দ্রের ঘোষিত ফলাফলে দেখা গেছে এবার ৬২ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। ২০১৩ সালে অনুষ্ঠিত এ সিটির নির্বাচনে ভোট পড়েছিলো ৬৩ দশমিক ১১ শতাংশ। সোমবার অনুষ্ঠিত সিলেট সিটি  নির্বাচনের মোট ভোটার ছিল ৩ লাখ ২১  হাজার ৭৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৪৪৪ জন এবং মহিলা ১ লাখ ৫০ হাজার ২৮৮ জন। এবারের নির্বাচনে ১ লাখ ৯৮ হাজার ৬৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বাতিল ভোট রয়েছে ৭ হাজার ৩৬৭টি। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ-বিএনপির প্রার্থীসহ ছয়জন,  ২৭ ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ১২৭ জন এবং ৯টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দুটি কেন্দ্রে নির্বাচন স্থগিত হওয়ার কারণে মেয়র পদের ফল ঘোষণা হয়নি। ২০১৩ সালে ১৫ জুন তৃতীয় সিলেট সিটি নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৯১ হাজার ৪৬ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫২ হাজার ১৮১ জন এবং ১ লাখ ৩৮হাজার ৮৬৫ জন মহিলা ভোটার ছিলেন। গত নির্বাচনে ১২৭টি ভোটকেন্দ্রে ১ লাখ ৮৩ হাজার ৬৭৭ জন ভোটার ভোট দেন, যা মোট ভোটারের ৬৩ দশমিক ১১  শতাংশ। গত সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে প্রায় ৩০ হাজার ভোটে পরাজিত করে মেয়র পদে নির্বাচিত হন বিএনপি সমর্থিত প্রার্থী আরিফুল হক চৌধুরী। রাইজিংবিডি/সিলেট/৩১ জুলাই ২০১৮/নোমান/শাহেদ