সারা বাংলা

নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : রাজধানীর কুর্মিটোলায় দুই বাসের রেষারেষিতে রাস্তার পাশে অপেক্ষমাণ শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর চাষাঢ়া সড়ক অবরোধ করে নারায়ণগঞ্জের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের দেওয়া নয় দফা দাবির সাথে একাত্মতা প্রকাশ করে স্লোগান দেয়। শিক্ষার্থীরা নৌমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ এবং দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ন্যায়বিচার দাবি করে। এই আন্দোলনে সরকারি তোলারাম কলেজ, মহিলা কলেজ, নারায়ণগঞ্জ কলেজ, ডা. মাহুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী চাষাঢ়ায় অবস্থান নিয়ে এ সড়ক অবরোধে অংশ নেয়। শিক্ষার্থীদের হাতে ‘নৌমন্ত্রীর পদত্যাগ চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘৯ টাকায় ১ জিবি নয়, নিরাপদ সড়ক চাই’, ‘পড়তে এসেছি, মরতে নয়’, ‘স্বার্থক জনম মাগো জন্মেছি এই দেশে, গাড়ি চাপায় মানুষ মরে মন্ত্রী কেন হাসে’ এসব স্লোগান লিখিত বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করে। এদিকে, শহরে মূল সড়ক চাষাঢ়ার মোড় অবরোধ করাতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পুরো সড়ক জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্স কিংবা জরুরি সার্ভিসের যান ছাড়া কোনো যান চলাচল করতে দেয়নি। বেশ সংখ্যক পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছে। আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা হলে তারা জানায়, সকাল ১০টা থেকে তারা অবরোধ শুরু করেছে। রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/১ আগস্ট ২০১৮/হাসান উল রাকিব/সাইফুল