সারা বাংলা

ভূমিমন্ত্রীর সামনে আ.লীগের দু গ্রুপে সংঘর্ষ

পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলায় শনিবার দুপুরে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপির সামনে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ৬ জন আহত হয়েছে। আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে বলে স্থানীয়রা জানান। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও দলীয়ভাবে জানা যায়, আটঘরিয়া উপজেলায় বৃক্ষমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী। অনুষ্ঠানে যোগ দিতে ভূমিমন্ত্রী সমর্থিত গ্রুপ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র শহিদুল ইসলাম রতন গ্রুপের সমর্থকরা মিছিল নিয়ে উপজেলা চত্বরে প্রবেশ করার সময়ে উভয় গ্রুপ মুখোমুখি হলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় পক্ষের ৬ জন নেতা-কর্মী আহত হয়েছে। আহতদের মধ্যে পৌর ছাত্রলীগের সভাপতি বাধন, ছাত্রলীগকর্মী পার্থ, রুমন এবং যুবলীগ কর্মী জাহিদ ও তরিকে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মন্ত্রী সমর্থিত চাঁদভা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী সাইফুল ইসলাম কামালও লাঞ্ছিত হন বলে স্থানীয়রা জানান। প্রকৌশলী সাইফুল ইসলাম কামাল বলেন, ভূমিমন্ত্রীর অনুষ্ঠানে শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে প্রবেশের সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি, পৌর মেয়র শহিদুল ইসলাম রতন সমর্থিতরা তাদের উপর হামলা চালিয়ে নেতা-কর্মীদের মারধর শুরু করে। এ সময় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।  উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন দাবি  করেন, বৃক্ষ রোপণ অনুষ্ঠানে ভূমিমন্ত্রী সমর্থিত সাইফুল ইসলাম কামাল মিছিল নিয়ে এসে তার নেতা-কর্মীদের উপর হামলা চালিয়ে মারধর শুরু করে। এতে কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছে। তিনি বলেন, ‘‘মন্ত্রীর আসকারা পেয়ে এবং নেপথ্য ইন্ধনে তার পক্ষের আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আমার নেতাকর্মী ও সমর্থকদের একের পর এক ষড়যন্ত্রের শিকারে পরিণত করছে।’’  আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলায় ফলজ ও বৃক্ষমেলা চলাকালে উপজেলা গেটের মূল ফটকে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। তিনি বলেন, দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। রাইজিংবিডি/পাবনা/৪ আগস্ট ২০১৮/শাহীন রহমান/বকুল