সারা বাংলা

স্ত্রী হত্যার দায়ে স্বামী-শ্বশুরের ফাঁসি

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে স্বামী ও শ্বশুরের মৃতুদণ্ডের আদেশ দিয়েছেন সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- জেলার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের মৃত হলুদ আলী গাজীর ছেলে দীন মোহাম্মদ গাজী (৫৫) ও তার ছেলে ওমর আলী গাজী (৩৫)। মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের নভেম্বর মাসে কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের দীন মোহাম্মদ গাজীর ছেলে ওমর আলী গাজীর সাথে একই উপজেলার গোয়ালপাড়া গ্রামের আব্বাস উদ্দিনের মেয়ে আমেনা খাতুনের বিয়ে হয়। বিয়ের এক মাস পরেই তাদের সংসারে অশান্তির খবর পান আব্বাস উদ্দিন। এরপর ২০১৭ সালের ৬ জানুয়ারি রাত ৯টার দিকে বেয়াই দীন মোহাম্মদ গাজী হঠাৎ তাকে মোবাইলে খবর দেন তার মেয়ে আমেনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমেনা কোথাও পালিয়ে গেছে। এর তিন দিন পর ২০১৭ সালের ১০ জানুয়ারি চান্দুড়িয়া সীমান্ত সংলগ্ন ইছামতি নদী থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিনই কলারোয়া থানায় আমেনার স্বামী-শ্বশুর-শাশুড়িসহ পাঁচজনের নামে হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলায় কলারোয়া থানার এসআই সোলায়মান আক্কাস ২০১৮ সালের ২৮ জানুয়ারি আদালতে তিনজনের নামে চার্জশিট দাখিল করেন। এ মামলায় সাক্ষ্য গ্রহণ ও নথি পর্যালোচনা করে আমেনার স্বামী ওমর আলী গাজী ও শ্বশুর দীন মোহাম্মদ গাজীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেন। তবে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় আমেনার শাশুড়ি আনোয়ারা খাতুনকে খালাস দেওয়া হয়েছে। সাতক্ষীরা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওসমান গনি বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/সাতক্ষীরা/৭ আগস্ট ২০১৮/এম. শাহীন গোলদার/সাইফুল