সারা বাংলা

সন্দ্বীপ চ্যানেলে গম বোঝাই লাইটার জাহাজ ডুবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলের কাছে ১১শ’ টন গম নিয়ে ডুবে গেছে এমভি পাটগাটি-২ নামের একটি লাইটারেজ জাহাজ। এমভি আবদুল্লাহ নামক অপর একটি জাহাজের সাথে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়। বন্দর সূত্র জানায়,  মঙ্গলবার এমভি পাটগাটি জাহাজটি বঙ্গোপসাগরের বহির্নোঙ্গরে অবস্থিত একটি মাদার ভেসেল থেকে গম নিয়ে নারায়ণগঞ্জ ঘাটের দিকে যাচ্ছিল। চট্টগ্রাম বন্দর থেকে ৭ নটিক্যাল মাইল দূরে সন্দ্বীপ চ্যানেলের কাছে এমভি আবদুল্লাহ নামে অপর একটি লাইটার জাহাজের সাথে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গেই জাহাজটি ডুবে যায়। এই জাহাজে ১১শ’ মেট্রিকটন গম ছিল। জাহাজ ডুবির খবর পেয়ে নৌবাহিনীর একটি জাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। জাহাজে থাকা ১৪ জন নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। চট্টগ্রাম বন্দরের সচিব মোঃ ওমর ফারুক জাহাজ ডুবির সত্যতা নিশ্চিত করেছেন।

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/৮ আগস্ট ২০১৮/রেজাউল/টিপু