সারা বাংলা

ফেনীতে ২ কোটি টাকার ইয়াবা ও ফেন্সিডিলসহ আটক ৮

ফেনী সংবাদদাতা: ফেনীতে মাদকবিরোধী তিন অভিযানে ২ কোটি টাকার ইয়াবা ও ফেন্সিডিলসহ ৮ জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে দু’টি বাস ও পিকআপ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সৌদিয়া পরিবহন থেকে ৩৯ হাজার  ১ শ’ পিস ইয়াবা আটক করেছে র‌্যাব। গত বুধবার রাতে এ অভিযানে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়। চালকের সিটের নিচ থেকে বিপুল পরিমাণের এই ইয়াবা পাওয়ায় সৌদিয়া পরিবহনের বাসটিও জব্দ করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের পশ্চিম রামপুর রাস্তার মাথা নামক স্থানে র‌্যাব-৭ এর সদস্যরা তল্লাশি চৌকি বসায়। তল্লাশিকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী সৌদিয়া পরিবহনের (চট্ট মেট্রো-ব ১১-১০৫৯) বাসটির ড্রাইভিং সিটের নিচে সুকৌশলে লুকানো অবস্থায় ৩২ হাজার ৩শ পিস ইয়াবা ট্যাবলেট এবং সন্দেহভাজন যাত্রীবেশে মাদক ব্যবসায়ীদের দেহ তল্লাশি করে আরো ৬ হাজার ৮০০ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকা। অপরদিকে বুধবার বিকালে ফেনীর মহিপালে মেসার্স হোসাইনিয়া মোটর্স নামের একটি পিকআপ তল্লাশি করে ১৮ লাখ টাকার ১ হাজার ৭০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব। পিকআপের চালক মো. রুবেল আলীকে (২৬) আটক করা হয়েছে। তাকে ফেনী মডেল থানায় প্রেরণ করা হয়েছে। এ সময় পিকআপটি  (ঢাকা  মেট্রো-ন- ১৩-৮৪৬৯ জব্দ করা হয়েছে।  

এদিকে বুধবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেলা রানার  ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ শ’ পিস ইয়াবাসহ আমেনা আক্তার নামে এক নারীকে আটক করে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। সৌদিয়া পরিবহনে মাদকসহ আটককৃতরা হলেন- খলিলুর রহমান (৫৭), পিতা- সুরুজ মিয়া, গ্রাম- গয়েসপুর, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লা, মো. রফিক (৪৬), পিতা- মৃত কবির আহাম্মদ, গ্রাম- নিজ পানখালী, থানা- চশরিয়া, জেলা- কক্সবাজার, মো. করিম (২৭), পিতা- মোস্তাফিজ, গ্রাম- চরকাগুলিয়া, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম, মো. জাকির হোসেন মহসিন (৪৮), পিতা- মৃত নুর হোসেন, গ্রাম- কালিকসার, ফরাজী বাড়ি, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা, মোঃ পারভেজ উদ্দিন (৩০), পিতা- আবু মিয়া, গ্রাম- মহাজরপাড়া, থানা- সদর, জেলা- কক্সবাজার এবং মোছাম্মৎ মর্জিনা বেগম (৪৫), স্বামী- নবী হোসেন, গ্রাম- খুনিয়া পালং ৩নং ওয়ার্ড, থানা- রামু, জেলা- কক্সবাজার। ফেনীর র‌্যাব-৭ কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৬জনকে আটক ও বাস জব্দ করার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে জব্দকৃত বাস ও উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

 

রাইজিংবিডি/ফেনী/৯ আগস্ট ২০১৮/ সৌরভ পাটোয়ারী/টিপু