সারা বাংলা

বরিশালে ১২০৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : ট্রাফিক সপ্তাহ উপলক্ষে বরিশাল নগরীতে ১২০৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া ১০ লাখ ১৮ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ শনিবার বিকেলে এ তথ্য জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার এ এস এম ফাইজুর রহমান। তিনি বলেন, ট্রাফিক সপ্তাহে তারা বেশ সাড়া পাচ্ছেন। চালক ও গাড়ির মালিকরা তাদের সহায়তা করছেন। অবৈধ যানবাহনের সংখ্যা নগরীতে পূর্বের চেয়ে কমে এসেছে। তিনি জানান, ট্রাফিক সপ্তাহে গত রোববার থেকে শুক্রবার পর্যন্ত বরিশাল নগরীতে ১২০৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ সময়ে ১০ লাখ ১৮ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় হয়েছে। চালকদের সঙ্গে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র না থাকা, মোটরসাইকেল চালকদের হেলমেট না থাকা ও ট্রাফিক আইন মেনে না চলায় মামলাগুলো দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। রাইজিংবিডি/বরিশাল/১১ আগস্ট ২০১৮/জে. খান স্বপন/বকুল