সারা বাংলা

ছাত্রদল নেতা রাজু হত্যায় থানায় এজাহার

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটে নিজদলের কর্মীদের হামলায় ছাত্রদল নেতা ফয়জুর রহমান রাজু (২৬) হত্যার দুই দিন পর থানায় এজাহার দাখিল করা হয়েছে। জেলা ছাত্রদলের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধুরীকে প্রধান আসামি করে সোমবার রাতে নগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় লিখিত এজাহার দাখিল করেন নিহতের চাচা দবির আলী। তবে তা এখনো মামলা হিসেবে রেকর্ড হয়নি বলে জানিয়েছে পুলিশ। এজাহারে রকিবসহ ২৩ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আরো ১০/১২ জনকে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন দবির আলী। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) আব্দুল ওয়াহাব সোমবার সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করলেও মামলা রেকর্ড না হওয়ায় আসামিদের নাম প্রকাশে অপারগতা প্রকাশ করেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বাসার অদূরে গত শনিবার রাতে ছাত্রদলের কমিটি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ছাত্রদল নেতা ফয়জুর রহমান রাজুসহ তিনজন গুরুতর আহত হন। পরে রাত পৌনে ১১টায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজুর মৃত্যু হয়। নিহত রাজু সিলেট মহানগর ছাত্রদলের প্রাক্তন যুগ্ম সম্পাদক। তিনি মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের শাহপুর গ্রামের ফজর আলীর ছেলে। তিনি সিলেট ল কলেজে এলএলবিতে অধ্যায়নরত ছিলেন। তিনি ভাগ্নে রাজু নামে পরিচিত ছিলেন। রাজু জেলা ছাত্রদলের প্রাক্তন সাধারণ সম্পাদক এখলাছুর রহমান মুন্না গ্রুপের কর্মী। হামলাকারীরা প্রাক্তন ছাত্রদল নেতা আব্দুর রকিব গ্রুপের বলে দাবি নিহত রাজুর সহকর্মীদের।

 

রাইজিংবিডি/সিলেট/১৩ আগস্ট ২০১৮/নোমান/সাইফুল