সারা বাংলা

চট্টগ্রামে ভুয়া দুদক কর্মকর্তা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের সদর রেজিস্ট্রি অফিসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকতা পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে এক ভুয়া দুদক কর্মকর্তা। গ্রেপ্তারকৃত রেজাউল ইসলাম চৌধুরী সাবেক ব্যাংক কর্মকর্তা বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। দুদক চট্টগ্রাম বিভাগীয় অফিসের উপ-পরিচালক লুৎফল কবির রাইজিংবিডিকে জানান, রেজাউল ইসলাম চৌধুরী নিজেকে দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে চট্টগ্রাম রেজিস্ট্রি অফিস চাঁদাবাজির চেষ্টা করে। রেজিস্ট্রি অফিসের কর্মকর্তাদের সন্দেহ হলে তারা চট্টগ্রাম বিভাগীয় দুদক অফিসে খবর দেয়। পরে দুদক অফিস থেকে একটি টিম গিয়ে তাকে গ্রেপ্তার করে। তাকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন জানান,  রেজাউল ইসলামের বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। রাইজিংবিডি/চট্টগ্রাম/১৪ আগস্ট ২০১৮/রেজাউল/শাহেদ