সারা বাংলা

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু নিহত

নিজস্ব প্রতিবেদক, খুলনা ও সাতক্ষীরা সংবাদদাতা : সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বনদুস্য আল-আমিন বাহিনীর সঙ্গে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) বন্দুকযুদ্ধে এক বনদস্যু নিহত হয়েছে। এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে অপহৃত ২৩ জেলে, সাতটি জেলে নৌকা ও অস্ত্র-গোলাবারুদ উদ্ধার হয়েছে। বুধবার সুন্দরবনের কয়রা অংশের শিবসা নদীর মার্কি খালে বন্দুকযুদ্ধ হয়। র‌্যাব-৬ এর অপারেশন অফিসার লে. কমান্ডার জাহিদ জানান, র‌্যাবের একটি দল ভোরে মার্কি খালে বনদস্যু আল-আমিন বাহিনীর হাতে জিম্মি জেলেদের উদ্ধারে অভিযান শুরু করে। এ সময় বন্দুকযুদ্ধে অপহৃত ২৩ জেলে ও বেশ কিছু অস্ত্র-গোলাবারুদ উদ্ধার এবং বাবু নামে এক বনদুস্য নিহত হয়েছে।  রাইজিংবিডি/সাতক্ষীরা/১৫ আগস্ট ২০১৮/নুরুজ্জামান/শাহীন গোলদার/বকুল