সারা বাংলা

গাজীপুরে অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের হোতাপাড়া এলাকার এলিগ্যান্টস পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছে। এতে প্রায় ছয় ঘণ্টা পর শুক্রবার বিকেল ৪টার দিকে ওই মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে।  গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর হাবিব ইস্কান্দার জানান, এলিগ্যান্টস গ্রুপের ওই কারখানায় ১৬ হাজার শ্রমিক কর্মরত রয়েছে। তারা চলতি আগস্ট মাসের বেতনের দাবিতে সকাল ১০টার দিকে হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছিল। মালিক পক্ষ দাবি মেনে নিয়ে ১০ দিনের বেতন আগামী রোববার দেওয়ার ঘোষণা দিলে বিকেলে ৪টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। জয়দেবপুর থানার হোতাপাড়া ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান, অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। বর্তমানে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। স্থানীয়রা জানায়, চলতি মাসের অর্ধেক বেতনের দাবিতে ওই কারখানার কয়েক হাজার শ্রমিক সকাল ১০টার দিকে কারখানার পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসে এবং অবরোধ করে রাখে। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। শ্রমিকদের অবরোধে মহাসড়কের উভয়পাশে অন্তত ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে ঈদে ঘরমুখী মানুষসহ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। ** রাইজিংবিডি/গাজীপুর/১৭ আগস্ট ২০১৮/হাসমত আলী/বকুল