সারা বাংলা

মিরসরাইয়ে ৩০ হাজার ইয়াবাসহ এসআই আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাই উপজেলা অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেলযোগে পাচারের সময় ৩০ হাজার পিস ইয়াবাসহ ব্রাহ্মণবাড়িয়া গোয়েন্দা পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) আটক করেছে র‌্যাব। আটককৃত পুলিশ কর্মকর্তার নাম আবুল বাশার। শনিবার সকাল ৯টার দিকে র‌্যাব চেকপোস্টে এসব ইয়াবা উদ্ধার করা হয়। চট্টগ্রাম র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। র‌্যাব জানায়, চট্টগ্রাম থেকে মোটরসাইকেলযোগে বিপুল সংখ্যক ইয়াবা ট্যাবলেট ঢাকায় পাচারের গোপন খবর পেয়ে র‌্যাব ফেনী ক্যাম্পের একটি দল চট্টগ্রাম জেলার মিরসরাই এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয়। সকাল ৯টায় চট্টগ্রামের দিক থেকে একটি মোটরসাইকেল ঢাকার দিকে যাওয়ার পথে র‌্যাব মিরসরাই এলাকায় মোটরসাইকেলটি আটক করে তল্লাশি চালায়। এ সময় ওই মোটরসাইকেলে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মোটরসাইকেল আরোহী আবুল বাশার নিজেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক বলে পরিচয় দেন। পরে ইয়াবা ও মোটরসাইকেলসহ এ পুলিশ কর্মকর্তাকে আটক করে র‌্যাব হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে র‌্যাব জানিয়েছে। রাইজিংবিডি/চট্টগ্রাম/১৮ আগস্ট ২০১৮/রেজাউল/সাইফুল