সারা বাংলা

ট্রাকের পেছনে ট্র্রাকের ধাক্কা, গরু ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুরে ট্র্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুইজন। শনিবার সকালে মাওনা উড়াল সেতুর দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত গরু ব্যবসায়ীর নাম খোকা (৩০)। তিনি জামালপুর সদরের বুক্কাপাড়া এলাকার হোসেন আলীর ছেলে। আহতরা হলেন- গরু ব্যবসায়ী জামালপুর সদরের চরশী উপরীপাড়া এলাকার খোরশেদ আলম (৩৪) এবং ট্রাকের হেলপার হজরত আলী (২১)। মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হুসেন ও স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে ওই দুই ব্যবসায়ী ১৫টি গরু নিয়ে ঢাকার পশুহাটের উদ্দেশে যাচ্ছিলেন। পথে তাদের ট্রাকটি ভোর সোয়া ৫টার দিকে মাওনা উড়াল সেতুর দক্ষিণ পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ওই গরুবাহী ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকে থাকা দুই গরু ব্যবসায়ীসহ তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে খোকা মারা যান। অপর দুইজন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাইজিংবিডি/গাজীপুর/১৮ আগস্ট ২০১৮/হাসমত আলী/সাইফুল