সারা বাংলা

গোপালগঞ্জের হাটে ভারতীয় গরু নেই

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের হাটে এবছর সর্বনিম্ন ৪০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত গরুর দাম উঠেছে। এখানের কোন হাটেই এবার ভারতীয় গরু নেই। তাই খুশি দেশি গরুর বিক্রেতারা। গোপালগঞ্জে কোরবানি পশুর হাট ১৬টি। শেষ মূহূর্ত হওয়ায় সবগুলো হাটই জমে উঠেছে। ভারতীয় গরু না আসায় বেশি দাম পাওয়ায় খুশি স্থানীয় বিক্রেতারা। জেলার কয়েকটি পশুর হাট ঘুরে জানা গেছে,  পশুর হাটগুলো জমাতে এবছর ওষুধ ছাড়াই দেশীয় খাবারের মধ্যমে জেলায় ২৮ হাজার গরু ও সাড়ে ৪ হাজার ছাগল মোটাতাজাকরণ করা হয়েছে। এছাড়াও জেলার বাইরের গরুর আমদানিও রয়েছে বেশ। ক্রেতাদের অভিযোগ গত বছরে চেয়ে এবার পশুর দাম বেশি। শেষ মুহূর্তে গরুর দাম কমবে এমন অপেক্ষায় রয়েছেন অনেকেই।  তবে দাম বেশি এমন অভিযোগ অস্বীকার করে বিক্রেতারা জানান, দেশি গরু হলেও দাম ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে। গোপালগঞ্জ জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: আজিজ আল মামুন জানান, জেলার ১৬টি পশুর হাটের জন্য ৮টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে। হাটে বিক্রির জন্য গরু পরীক্ষা-নিরীক্ষা করছে টিমগুলো। যাতে কোন রুগ্ন ও রোগাক্রান্ত গরু বিক্রি না হয়। রাইজিংবিডি/গোপালগঞ্জ/১৯ আগস্ট ২০১৮/বাদল সাহা/টিপু