সারা বাংলা

যশোরে ভিজিএফের ৩ হাজার কেজি চাল আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরের চৌগাছায় হতদরিদ্রদের জন্য বরাদ্দ ভিজিএফের ৩ হাজার কেজি চাল আটক করেছে পুলিশ। রোববার রাত ৯টার দিকে চৌগাছা-ঝিকরগাছা সড়কের গরীবপুর নিউমার্কেট এলাকায় আলমসাধুতে নিয়ে যাওয়ার সময় এ চাল আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি আলমসাধুযোগে ভিজিএফের প্রায় ৩ হাজার কেজি চাল চৌগাছা শহরের দিকে নেওয়া হচ্ছিল। এ সময় চৌগাছা থানার সেকেন্ড অফিসার এসআই আকিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ তা আটক করে। আটক আলমসাধুর চালকরা হলেন- উপজেলার পাশাপোল গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে রাইহান এবং একই এলাকার বানরহুদা গ্রামের তাইজুল দফাদারের ছেলে বজলুর রহমান। আটক দুই চালক জানিয়েছেন, এ চালের মালিক পাশাপোল বাজারের রাইসমিলের মালিক পাশাপোল গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে শিমুল। এ ব্যাপারে যোগাযোগ করা হলে শিমুল বলেন, ‘এটা আমার কেনা চাল। আমার মিল থেকে দুই কিলোমিটার দূরে চাল বিতরণ করা হচ্ছে। সেখান থেকে অনেকে আমার মিলে এসে চাল বেচে গেছে। আমি সেই চাল প্রসেস করার জন্য পাঠিয়েছিলাম। এখন শুনছি সেই চাল পুলিশ আটক করেছে।’ চৌগাছা থানার সেকেন্ড অফিসার এসআই আকিকুল ইসলাম বলেন, ‘আপাতত আমরা চালগুলো থানায় নিয়ে এসেছি। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ রাইজিংবিডি/যশোর/২০ আগস্ট ২০১৮/বি এম ফারুক/সাইফুল