সারা বাংলা

নদী হত্যার প্রতিবাদে আশুলিয়া ও ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি সুবর্ণা নদীকে হত্যার প্রতিবাদে আশুলিয়া ও ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছেন সংবাদ কর্মীরা।  মানববন্ধনে তারা হত্যাকারীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবী জানিয়েছেন। সাভার থেকে নিজস্ব প্রতিবেদক সাফিউল ইসলাম সাকিব জানান, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে আশুলিয়া প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সাভার-আশুলিয়ায় কর্মরত অর্ধ শতাধিক গণমাধ্যম কর্মী অংশ নেন। আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসেন জয়ের সভাপতিত্বে মানববন্ধনে অংশগ্রহণকারী গণমাধ্যম কর্মীরা অবিলম্বে সুবর্ণা নদীর হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবী জানান। সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান নিপু। মোজাফ্ফর হোসেন জয় বলেন, ‘অবিলম্বে সূবর্ণা নদীর হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা না করলে সারাদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে সাংবাদিকরা।’ মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- আশুলিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক খোকা মোহাম্মদ চৌধুরী, সাবেক সভাপতি শহীদুল্লাহ মুন্সী, চ্যানেল আইয়ের সাভার প্রতিনিধি জাকির হাসান, এটিএন নিউজের সাভার প্রতিনিধি জাহিদ হাসান শাকিল, আনন্দ টিভির আশুলিয়া প্রতিনিধি আব্দুস সাত্তার, স্থানীয় সাংবাদিক ফিরোজ আলম, জাগো নিউজের সাভার প্রতিনিধি আল-মামুন। অপরদিকে ঠাকুরগাঁও সংবাদদাতা তানভীর হাসান তানু জানান, সাংবাদিক সুবর্ণা আক্তার নদী হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ঠাকুরগাঁও জেলার গণমাধ্যমকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও আনন্দ টিভির ঠাকুরগাঁও জেলা প্রতিনিধির আয়োজনে শহরের সমবায় মার্কেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে  আনন্দ টিভির ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি রায়হানুল ইসলাম সোহাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ আমিন সরকার, সাধারণ সম্পাদক তানভির হাসান তানু সহ জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ। রাইজিংবিডি/ সাভার/ ৩০ আগস্ট ২০১৮/টিপু