সারা বাংলা

আবাসন কেন্দ্র থেকে পালানো ১৭ জনের মধ্যে উদ্ধার ১৪

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে মহিলা, শিশু ও কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্র থেকে পালানো ১৭ নিবাসীর মধ্যে ১৪ জনের সন্ধান পাওয়া গেছে। শুক্রবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের মোগড়খাল এলাকায় অবস্থিত ওই কেন্দ্র থেকে পালানো সবাই নারী, কিশোরী ও শিশু। শনিবার দুপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শাহ নওয়াজ দিলরুবা জানান, ওই আবাসন কেন্দ্রের দুই তলার জানালার গ্রিল ভেঙে ১৭ জন নিবাসী পালিয়ে যেতে সক্ষম হয়। রাত পৌনে ১২টার দিকে কেন্দ্রের লোকজন টের পেয়ে ছাদ থেকে দুই জনকে আটক করে এবং বাকিরা পালিয়ে যায়। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ কেন্দ্রের আশপাশ এলাকা থেকে চারজনকে উদ্ধার করে। শনিবার সকালে টাঙ্গাইলের মির্জাপুর এলাকা থেকে ওই থানার পুলিশ আটজনকে উদ্ধার করে। শনিবার বিকেল পর্যন্ত তিন জনের সন্ধান পাওয়া যায়নি। তিনি জানান,  ঘটনা তদন্তে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির নির্দেশে সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক ফরিদা ইয়াসমিনকে প্রধান করে তিনি সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মহিলা, শিশু ও কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্র থেকে নিবাসী পালিয়ে যাওয়ার ঘটনায় দুপুর ১২টার দিকে প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শাহ নওয়াজ দিলরুবা, গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম মোকছেদ আলম উপস্থিত ছিলেন। আবাসন কেন্দ্রের সহকারী হোস্টেল সুপার পারভীন আক্তার জানান, এই কেন্দ্রে ৩৪ জন নিবাসী রয়েছে। ৩২ জন নারী ও কিশোরী এবং দুটি শিশু। রাইজিংবিডি/গাজীপুর/৮ সেপ্টেম্বর ২০১৮/হাসমত আলী/বকুল