সারা বাংলা

যশোরে ঝুঁকিপূর্ণ শ্রমজীবন থেকে নব জীবনে শিশুরা

যশোর প্রতিনিধি: যশোরে ঝুঁকিপূর্ণ শ্রমজীবন থেকে অনেক শ্রমজীবী শিশুকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছে ওয়ার্ল্ড ভিশনের ‘জীবনের জন্য’ প্রকল্প। অর্থের অভাবে লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডের বাসিন্দা শিশু রুবিনা খাতুনের। বাবা-মা তাকে দিয়ে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করাতো।  ওয়ার্ল্ড ভিশনের ‘জীবনের জন্য’ প্রকল্পের কর্মকর্তারা জানতে পেরে তাকে ঝিয়ের কাজ ছাড়িয়ে স্কুলে ভর্তি করে দিয়েছেন। সে এখন যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করছে। আর রুবিনার পরিবারের স্বচ্ছলতা আনতে তার মাকে কাপড়ের ব্যবসা করার জন্য বিনামূল্যে  শাড়ি, লুঙ্গি, থ্রি-পিচ ও পোশাক তৈরির কাপড় দিয়েছে ওয়ার্ল্ড ভিশন। শুধু রুবিনার পরিবারকেই নয়, এমন ২৩টি পরিবারকে রোববার আয় বৃদ্ধিমূলক সহায়তা প্রদান করেছে ওয়ার্ল্ড ভিশন। শহরের আরবপুরস্থ সংস্থার কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিশু শ্রম থেকে ফিরে আসা শিশুর পরিবারের সদস্যদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। এ অনুষ্ঠানে সহায়তা পাওয়া শহরের পূর্ব বারান্দীপাড়ার ইউনুস শেখের শিশু পুত্র রেজাউল ইসলাম সাব্বির জানায়, সে পিকআপের হেলপারি করতো। রাতদিন ঝুঁকি নিয়ে তাকে অনেক কষ্ট করতে হতো। অকারণে চালকের বকা খেতে হতো। ওয়ার্ল্ড ভিশনের ‘জীবনের জন্য’ প্রকল্পে ভোকেশনাল ট্রেনিং করে এখন সে দর্জির কাজ শিখেছে। রোববার তাকেও সেলাই মেশিন, ৬০টি থ্রি-পিচসহ আরো কিছু কাপড় দেওয়া হয়েছে। আরএন রোড নতুন বাজার এলাকার হারুণের শিশু পুত্র আলিফ জানায়, সে লেদ মেশিনে ঝুঁকিপূর্ণ কাজ করতো। ওয়ার্ল্ড ভিশনের প্রকল্পে ভোকেশনাল ট্রেনিং করে সেও দর্জির কাজ শিখেছে। তাকেও সেলাই মেশিনসহ কাপড় দেওয়া হয়েছে। এটা দিয়েই সে স্বাধীনভাবে উপার্জন করতে চায়। জানতে চাইলে ওয়ার্ল্ড ভিশনের ‘জীবনের জন্য’ প্রকল্পের প্রজেক্ট অফিসার জাকিয়া সুলতানা বলেন, ‘আমরা শ্রমজীবী শিশুদের নিয়ে দুই ধরণের কাজ করছি। একটি হলো লেখাপড়ায় আগ্রহী শিশুদের স্কুলে ভর্তি করে তাদের পরিবারের আয় বৃদ্ধিমূলক সহায়তা প্রদান করছি। অন্যটি হলো যারা স্কুলে যেতে চায় না অথচ ঝুঁকিপূর্ণ কাজে জড়িত তাদের ভোকেশনাল ট্রেনিং দিয়ে ঝুঁকিমুক্ত কাজের সুযোগ করে দিচ্ছি। রোববার আয় বৃদ্ধিমূলক সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘জীবনের জন্য’ প্রকল্পের ভারপ্রাপ্ত প্রজেক্ট ম্যানেজার রামানুজ চন্দ্র রায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর পৌরসভার প্যানেল মেয়র হাবিবুর রহমান মনি চাকলাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আহমেদ শাকিল। এ ছাড়াও উপস্থিত ছিলেন ‘জীবনের জন্য’ প্রকল্পের মনিটরিং এন্ড ইভুয়েলেশন অফিসার সুনন্দা রায়, অ্যাডভোকেসি এন্ড মনিটরিং অফিসার অনিন্দিতা বিশ্বাস, প্রজেক্ট অফিসার সুজন চন্দ্র বিশ্বাস প্রমুখ। রাইজিংবিডি/যশোর /১০ সেপ্টেম্বর ২০১৮/বি এম ফারুক/টিপু