সারা বাংলা

ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবক (৩২) নিহত হয়েছেন। সোমবার দিবাগত গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গুড়া থানার উপপরিদর্শক (এসআই) সুভাষ চন্দ্র জানান, মঙ্গলবার সকালে ঈশ্বরদী-ঢাকা রেলপথের কৈডাঙ্গা গোরস্তান সংলগ্ন এলাকায় রেললাইনের ওপর এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রেল পুলিশের কাছে হস্তান্তর করে। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ওই যুবক মানসিক প্রতিবন্ধী ছিলেন। রাতে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। তার নাম-পরিচয় কেউ জানাতে পারেনি। রাইজিংবিডি/পাবনা/১১ সেপ্টেম্বর ২০১৮/শাহীন রহমান/সাইফুল