সারা বাংলা

গঞ্জেরাজের মালিক-চালকের জামিন বাতিল

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ায় বাসের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে শিশু আকিফার মৃত্যুর ঘটনায় গঞ্জেরাজ পরিবহনের মালিক ও চালকের জামিন বাতিল করেছেন আদালত। সেইসাথে হত্যা মামলার ধারা যুক্ত করার আদেশ দেন আদালত। মঙ্গলবার বিকেলে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে কুষ্টিয়ার জ্যেষ্ঠ বিচারক এম এম মোর্শেদ এ আদেশ দিয়েছেন। কুষ্টিয়া আদালতের পিপি অনুপ কুমার নন্দী জানান, কুষ্টিয়া মডেল থানা পুলিশ এ মামলায় হত্যার ধারা যুক্ত করতে এবং একদিন আগে দেওয়া দুজনের জামিন বাতিলের আবেদন করেন আদালতে। মঙ্গলবার বিকেলে শুনানি শেষে আদালত এ মামলায় হত্যার ধারা ৩০২ যুক্ত এবং বাস চালক ও মালিকের জামিন বাতিলের আদেশ দেন। আসামিরা হলেন- ফরিপুর সদর উপজেলার বাসিন্দা বাস চালক মহিদ মিয়া ওরফে খোকন, চালকের সহকারী ইউনুস মাস্টার ও বাস মালিক জয়নাল আবেদীন। রোববার ফরিদপুর থেকে জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করে র‌্যাব। সোমবার জয়নাল আবেদীনকে আদালতে হাজির করা হয়। একই সময় বাসের চালক মহিদ মিয়া ওরফে খোকন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের আবেদন মঞ্জুর করেন। রাইজিংবিডি/কুষ্টিয়া/১২ সেপ্টেম্বর ২০১৮/কাঞ্চন কুমার/সাইফুল