সারা বাংলা

রামেক হাসপাতালে ব্রাদারকে পিটুনি, আটক ২

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে কর্তব্যে অবহেলার অভিযোগে এক ব্রাদারকে পিটুনি দিয়েছেন রোগীর স্বজনরা। বুধবার সকালের এ ঘটনার পর দুপুর পর্যন্ত অঘোষিত ধর্মঘট পালন করেন নার্স ও ব্রাদাররা। এর আগে ওয়ার্ড থেকেই রোগীর দুই স্বজনকে আটক করে পুলিশ। এদের মধ্যে একজন নারীও আছেন। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান বলেন, ‘হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে রোগীর স্বজনরা একজন ব্রাদারের গায়ে হাত তোলেন। তখন হাসপাতালের নার্স ও ব্রাদাররা আমার কাছে এসে বিচার এবং নিজেদের নিরাপত্তা চান। দুপুরে আমি তাদের আশ্বস্ত করলে তারা ধর্মঘট প্রত্যাহার করে ওয়ার্ডে ফিরে যান।’ নগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান জানান, ব্রাদারকে মারপিটের পর ওয়ার্ডের জানালার কাঁচও ভাঙচুর করেন রোগীর স্বজনরা। পরে হাসপাতাল বক্স পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় তারা দুইজনকে আটকও করে। পরে তাদের থানায় পাঠানো হয়। ওসি জানান, হাসপাতাল পরিচালকের সাথে কথা বলে আটককৃতদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

রাইজিংবিডি/রাজশাহী/১২ সেপ্টেম্বর ২০১৮/তানজিমুল হক/সাইফুল