সারা বাংলা

শ্যামনগরে কপোতাক্ষ নদে ভয়াবহ ভাঙন

সাতক্ষীরা সংবাদদাতা : শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে কপোতাক্ষ নদে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। গত দুই দিনে স্থানীয় নজরুল সরদারের বাড়ি হতে গাবুরা হাটখোলা পর্যন্ত আধা কিলোমিটার পাউবো বাঁধ ভেঙে নদের পানিতে চলে গেছে। গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, ‘দেড় সহস্রাধিক মানুষ নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ রক্ষার কাজ শুরু করা হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থান ভরা জোয়ারের আগে বাঁধা না গেলে বিস্তীর্ণ এলাকা তলিয়ে জানমালের ক্ষয়-ক্ষতির আশঙ্কা আছে।’ পাউবো কর্তৃপক্ষকে ইতোপূর্বে বিষয়টি বারবার বলার পরেও তারা গড়িমসি করে কোনো কাজ করেনি বলে তিনি অভিযোগ করেন। পাউবো সেকশন অফিসার (এসও) মাসুদ রানা বলেন, ‘স্থানীয়দের সহায়তায় ভাঙন রোধে কাজ শুরু হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। তহবিল পেলে পুরাদমে কাজ শুরু হবে।’ শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ‘নদের ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পাউবো কর্তৃপক্ষকে বলা হয়েছে।’ রাইজিংবিডি/সাতক্ষীরা/১২ সেপ্টেম্বর ২০১৮/এম. শাহীন গোলদার/শাহেদ/শাহনেওয়াজ