সারা বাংলা

যশোরে বিজিবি চেকপোষ্টে ১৮ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরের আমড়াখালী চেকপোষ্ট থেকে বৃহস্পতিবার শিশুসহ ১৮ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। যশোর ৪৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান, বাসে বেশ কয়েকজন রোহিঙ্গা ভারতে যাওয়ার জন্য বেনাপোল সীমান্তের দিকে যাচ্ছিল। খবর পেয়ে আমড়াখালী বিজিবি চেকপোষ্টে অভিযান চালানো হয়। বিকাল সাড়ে ৫ টার দিকে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি করে ১৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়। এদের মধ্যে নয়  শিশু, পাঁচ পুরুষ ও চার নারী রয়েছে। এরা দালালের মাধ্যমে ভারতে যাওয়ার জন্য কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে। আব্দুস সালাম নামের রোহিঙ্গা বলেন, ‘আমরা দালালের মাধ্যমে ভারতে যাওয়ার জন্য কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছি। দালাল আমাদের ভারতে নিয়ে ভাল কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।’ রাইজিংবিডি/যশোর/১৩ সেপ্টেম্বর ২০১৮/বিএম ফারুক/শাহেদ