সারা বাংলা

মির্জাপুরে শাহিন হত্যা মামলায় যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুরে শ্লীলতাহানীর কথিত অভিযোগে সবজি ব্যবসায়ী শাহিন হত্যা মামলার এজাহারভূক্ত আসামি মিলনকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে গাজীপুরের নুহাশ পল্লী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মিলন মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের মাঝালিয়া গ্রামের আলমাছ মিয়ার ছেলে। মিলন মামলার ১৩ নম্বর আসাসি বলে মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার এসআই মোহাম্মদ নাছিম শুক্রবার রাতে নিশ্চিত করেছেন। উপজেলার বানাইল ইউনিয়নের মাঝালিয়া গ্রামের সবজি ব্যবসায়ী শাহিন (৩৬) গত ৬ সেপ্টেম্বর প্রতিবেশীর বাড়ির ফ্রিজে দুধের বোতল রাখতে গেলে ছয় বছরের এক শিশু কন্যার শ্লীলতাহানীর চেষ্টায় চালায় বলে অভিযোগ করা হয়। পরের দিন বিচারের কথা বলে শাহিনকে বাড়ি থেকে মাঝালিয়া স্কুল মাঠে ডেকে নিয়ে যায় সুমন, অয়ন ও এজাজ নামের স্থানীয় তিন যুবক। সেখানে তারা তাকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পুলিশের সহায়তায় উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ৯ সেপ্টেম্বর শাহিনের স্ত্রী রেহেনা বেগম বাদি হয়ে মির্জাপুর থানায় উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলীসহ ২৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। রাইজিংবিডি/টাঙ্গাইল/১৪ সেপ্টেম্বর ২০১৮/শাহরিয়ার সিফাত/শাহেদ