সারা বাংলা

ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে কমিটির পক্ষে-বিপক্ষে দুই গ্রুপে সংঘর্ষ, দোকান ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণ হয়েছে। বুধবার দুপুরে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসের সামনের সড়কে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষকে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি দেশীয় ধারালো অস্ত্র বহন করতে দেখা গেছে। উভয়পক্ষের ধাওয়া- পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশ লাটিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। গত সোমবার রাতে ছাত্রলীগের চট্টগ্রাম কলেজ শাখার কমিটি অনুমোদনের পর থেকে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার কমিটির পক্ষে-বিপক্ষে দুই গ্রুপ বিক্ষোভ, সড়ক অবরোধ এবং সংঘর্ষে লিপ্ত হয়। দ্বিতীয় দিনের মতো বুধবার দুপুরে দুই গ্রুপে সংঘর্ষ হয়। দুপুর ১২টার দিকে ছাত্রলীগের একাংশ কমিটির বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভরতরা এক পর্যায়ে লাটিসোঁটা নিয়ে কলেজ ক্যাম্পাসের বাইরে এসে বিক্ষোভ প্রদর্শন করে এবং সড়ক অবরোধ করে রাখে। কমিটির পক্ষে থাকা অপর গ্রুপ মিছিল নিয়ে ঘটনাস্থলে আসলে উভয়পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। একদল ছাত্র কলেজ ক্যাম্পাসের পাশে একটি রেস্টুরেন্টের কাঁচ ভাঙচুর করে। সংঘর্ষ চলাকালে চট্টগ্রাম কলেজ সড়কে প্রায় আধঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে বিপুল সংখ্যক পুলিশ এসে লাটিচার্জ ও ধাওয়া দিয়ে ছাত্রলীগ কর্মীদের ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি শান্ত হয়। রাইজিংবিডি/চট্টগ্রাম/১৯ সেপ্টেম্বর ২০১৮/রেজাউল/বকুল