সারা বাংলা

লক্ষ্মীপুরে এ্যানীর বাসভবনে হামলার অভিযোগ

লক্ষ্মীপুর সংবাদদাতা: বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর লক্ষ্মীপুরের বাসভবনে বুধবার বিকালে ছাত্রলীগ হামলা করেছে বলে জানিয়েছে বিএনপি। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় বিএনপি নেতা এ্যানীর লক্ষ্মীপুরের বাসভবনে পৌর ২ নং ওয়ার্ড বিএনপির মত বিনিময় সভা চলাকালে এই হামলা চালানো হয়। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী রামদা, রড ও লাঠি নিয়ে এ হামলা চালায়। এতে বাসভবনের সামনে থাকা ১০টি মোটরসাইকেল ও দরজা-জানালাসহ বেশ কয়েকটি চেয়ার ভাংচুর করা হয়। তবে এতে কেউ আহত হয়নি। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছায়েদুর রহমান ছুট্টু জানান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিশানের নেতৃত্বে এ  হামলা করা হয়েছে। এ হামলার নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচারের দাবি করেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান বলেন, ‘বিএনপির আন্তঃকোন্দলের কারণে নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনা শুনেছি। তবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ছাত্রলীগ এ হামলার সাথে জড়িত বলে অভিযোগ করছে বিএনপি। কিন্তু হামলার সাথে ছাত্রলীগ জড়িত থাকার কোন প্রমাণ দেখাতে পারবেন না তারা।’

 

 

রাইজিংবিডি/লক্ষ্মীপুর/২০ সেপ্টেম্বর ২০১৮/ফরহাদ হোসেন/টিপু