সারা বাংলা

পুলিশের উপর ককটেল নিক্ষেপ, আহত ৫

ভোলা সংবাদদাতা : ভোলার লালমোহন উপজেলায় দুর্বৃত্তদের নিক্ষিপ্ত ককটেল বিস্ফোরণে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে। বুধবার রাতে লালমোহন পৌর এলাকার নয়ানী গ্রামে এ ঘটনা ঘটে। আহত লালমোহন থানার এএসআই শওকত জামিল, এএসআই আবুল বাশার, এএসআই মামুন, পুলিশ সদস্য আব্দুস সোবাহান ও দেলোয়ার হোসেনকে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে আব্বাস উদ্দিন নামের একজনকে আটক করেছে পুলিশ। আটক আব্বাস উদ্দিন নয়ানীগ্রাম এলাকার সামছুদ্দিন মিয়ার বাসার ভাড়াটিয়া। তার বাড়ি ভোলার তজুমদ্দিন উপজেলার আড়ালিয়া গ্রামে। এ ব্যাপারে লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, রাত ১১টার দিকে নয়ানীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৮০-৯০ জন লোকের জটলা দেখে সবাইকে সরে যেতে বলে। এদের মধ্যে অনেকের হাতে দেশীয় অস্ত্র ছিল। এ সময় জটলাকারীদের মধ্য থেকে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়লে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে ২-৩টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় লালমোহন থানার এসআই শহিদুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরণ আইনে মামলা দায়ের করেছেন।  রাইজিংবিডি/ভোলা/২০ সেপ্টেম্বর ২০১৮/ফয়সল বিন ইসলাম নয়ন/বকুল