সারা বাংলা

‘ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আতঙ্কের কারণ নেই’

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : ডিজিটাল ক্রাইমকে মোকাবিলা করার জন্যই ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। এতে কারো কোনো উদ্বেগ, শঙ্কা বা আতঙ্কের কারণ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন সংসদে পাস হয়েছে। এ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন, ক্লিয়ার করেছেন প্রধানমন্ত্রী। গতকাল সংসদের সমাপ্তি অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে বিস্তারিত বক্তব্য রেখেছেন। এতে কারো আতঙ্কিত হওয়ার, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। একটা আইনের প্রায়োগিক বাস্তবতাটাই সবচেয়ে বড় কথা। এর মূল উদ্দেশ্যটাই হচ্ছে ডিজিটাল ক্রাইমকে রেজিস্ট করা। ডিজিটাল ক্রাইমকে মোকাবিলা করার জন্যই এই ডিজিটাল নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এতে কারো কোনো উদ্বেগ, শঙ্কা বা আতঙ্কের কারণ নেই।’ শুক্রবার সকালে গাজীপুরের সিটি করপোরেশনের ভোগড়ায় মহাসড়ক পরিদর্শন এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের। মন্ত্রী বলেন, ‘আমরা আশা করি, স্বাধীন সংবাদিকতা এবং ফ্রিডম অব এক্সপ্রেশন যাতে কোনো প্রকার বাধাপ্রাপ্ত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। সে ব্যাপারে শেখ হাসিনার সরকার সংশ্লিষ্ট সকলকে প্রধানমন্ত্রীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা আশ্বস্ত করছি।’ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলমসহ সড়ক ও জনপথ বিভাগ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাইজিংবিডি/গাজীপুর/২১ সেপ্টেম্বর ২০১৮/হাসমত আলী/সাইফুল