সারা বাংলা

কন্টেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড চট্টগ্রাম বন্দরের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : কন্টেইনার হ্যান্ডলিংয়ে এক বছর আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। দেশের প্রধান এই বন্দরের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক কন্টেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড ছিলো ২০১৭ সালের ২১ জুলাই। এদিন ৯ হাজার ৮৮৭টি কন্টেইনার হ্যান্ডলিং করে জাহাজে উঠানো নামানো হয়। সেই রেকর্ড ভঙ্গ করে শুক্রবার চট্টগ্রাম বন্দর নতুন রেকর্ড গড়েছে। এদিন চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং হয় ১০ হাজার ৭৩২টি। যা আগের রেকর্ডের চেয়ে ৮৪৫টি কন্টেইনার বেশি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) জাফর আলম রাইজিংবিডিকে জানান, দিনে দিনে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। গতমাসেই বন্দরে যুক্ত হয়েছে নতুন তিনটি গ্যান্ট্রি ক্রেন। এর ফলে বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং বৃদ্ধি পেয়েছে। গতকাল সারাদিনে কন্টেইনার উঠানামায় নতুন রেকর্ড গড়তে সক্ষম হয়েছে। চট্টগ্রাম বন্দরের এমন অগ্রগতিতে বন্দরের সকল সেবা গ্রহীতা এবং বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। রাইজিংবিডি/চট্টগ্রাম/২২ সেপ্টেম্বর ২০১৮/রেজাউল/এনএ