সারা বাংলা

আজও রংপুরের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ার সোনাতলার ভেলুরপাড়া রেলস্টেশনের নিকটবর্তী একটি রেল ব্রিজ দেবে যাওয়ায় দ্বিতীয় দিনের মতো রংপুরের সাথে ঢাকার রেলযোগাযোগ বন্ধ রয়েছে। রোববার সকাল ৯টা ৪৫ মিনিটে রাইজিংবিডিকে এই তথ্য নিশ্চিত করেন বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার বেনজুরুল ইসলাম। তিনি বলেন, ‘গত দুই দিন ধরে সংস্কার কাজ অব্যাহত রয়েছে। আজ রোববার বিকেল ৫টার মধ্যে পুনরায় রেলযোগাযোগ স্বাভাবিক হতে পারে।’ প্রসঙ্গত, শনিবার বেলা ১১টার দিকে সোনাতলা উপজেলার ভেলুরপাড়া ও সৈয়দ আহম্মেদ কলেজ স্টেশনের মাঝ বরাবর অবস্থিত একটি সেতু দেবে যায়। এরপর থেকেই রংপুর থেকে ঢাকা গামী এবং লালমনিরহাট থেকে সন্তাহারগামী সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। যমুনার পানি বৃদ্ধি হওয়ায় পানির স্রোতের কারণে এমন অবস্থার সৃষ্টি বলে দাবি রেল সংশ্লিষ্টদের। রাইজিংবিডি/বগুড়া/২৩ সেপ্টেম্বর ২০১৮/এ কে আজাদ/সাইফুল