সারা বাংলা

২৭ ঘণ্টা পর রংপুর-ঢাকা রেলপথ চালু

বগুড়া প্রতিনিধি : টানা ২৭ ঘণ্টা পর রংপুর থেকে ঢাকার রেল যোগাযোগ চালু হয়েছে। আজ রোববার বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে থাকা রেলওয়ের গাইবান্ধার বামনডাঙ্গা কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী আফজাল হোসেন রাইজিংবিডিকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তীব্র স্রোতের কারণে সোনাতলা উপজেলার ভেলুরপাড়া ও সৈয়দ আহম্মেদ কলেজ স্টেশনের মাঝ বরাবর চকচকিয়া এলাকায় দেবে যাওয়া সেতুর পিলার সংস্কার করা হয়েছে। আজ (রোববার) দুপুর দেড়টার দিকে সেতু ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। মেরামত কাজ তদারকির জন্য পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মজিবর রহমান, প্রধান প্রকৌশলী রমজান আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। শনিবার বেলা ১১টার দিকে সোনাতলা উপজেলার ভেলুরপাড়া ও সৈয়দ আহম্মেদ কলেজ স্টেশনের মাঝ বরাবর অবস্থিত সেতু দেবে যায়। এরপর থেকে রংপুর থেকে ঢাকাগামী এবং লালমনিরহাট থেকে সন্তাহারগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। যমুনার পানি বৃদ্ধি হওয়ায় স্রোতের কারণে এমন অবস্থার সৃষ্টি বলে দাবি রেল সংশ্লিষ্টদের। রাইজিংবিডি/বগুড়া/২১ সেপ্টেম্বর ২০১৮/একে আজাদ/বকুল