সারা বাংলা

বাঁশখালীতে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নস্থ উপকূলীয় বেড়িবাঁধ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ সাত ডাকাতকে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ। মঙ্গলবার ভোরে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে এই ডাকাতদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মো. আব্দুল মান্নান (৩০), মো. মামুন (২২), মো. মিনহাজ উদ্দিন (১৮), মো. রবি আলম (২৫), মো. ফারুখ (২৪), মো. ফরিদ (৩৫) ও  আবু ছায়েদ (৫৫)। বাঁশখালী থানার ওসি কামাল হোসেন ডাকাত গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে সাত ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিয়ে ওই এলাকায় অবস্থান করছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে। রাইজিংবিডি/চট্টগ্রাম/২৫ সেপ্টেম্বর ২০১৮/রেজাউল/সাইফুল