সারা বাংলা

চট্টগ্রামে ভারত প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের সভা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম সার্কিট হাউজে 'ভারত প্রত্যাগত শরণার্থীদের প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সংক্রান্ত টাস্কফোর্সের’ সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত  সভায় সভাপতিত্ব করেন টাস্কফোর্সের চেয়ারম্যান ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। সভায় প্রত্যাগত শরণার্থীদের পুনর্বাসন, চাকরিতে পুনর্বহাল, জ্যেষ্ঠতা প্রদান, ঋণ মওকুফ, ফৌজদারি মামলায় দোষীদের ক্ষমা, তাদের রেশন প্রদানসহ বিবিধ বিষয়ে আলোচনা, পুর্ববর্তী সভার সিদ্ধান্ত বাস্তবায়ন-অগ্রগতি ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, তিন পার্বত্য জেলা প্রশাসক ও জেলা পরিষদ চেয়ারম্যান ।এছাড়া সেনাবাহিনী, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারাও সভায় অংশ নেন। রাইজিংবিডি/চট্টগ্রাম/২৫ সেপ্টেম্বর ২০১৮/রেজাউল/শাহেদ