সারা বাংলা

ভোলা সফর করলেন ভারতের বাণিজ্যমন্ত্রী

ভোলা সংবাদদাতা : ভারতের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভু বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার ব্যবসা চুক্তি খুবই গুরুত্বপূর্ন। আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে বৈশ্বিক বাণিজ্যের ওপর। মঙ্গলবার ভোলার বাংলাবাজার ফাতেমা খানম  কলেজের অডিটোরিয়ামে ভোলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব এবং ব্যবসা সংক্রান্ত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  তিনি বলেন, বঙ্গবন্ধুর ছিলো অসাধারণ চুক্তির ক্ষমতা। তিনি ইন্দিরা গান্ধীর সঙ্গে মৈত্রী চুক্তি স্থাপন করেছিলেন। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, স্বাধীনতার পরে বঙ্গবন্ধু শূন্য হাতে দেশে পূর্নগঠণের কাজ শুরু করেছিলেন। বাজেট ছিলো খুবই সীমিত। দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতের  রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা। ভোলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর সভাপতি আবদুল মমিন টুলুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন (অব) এবি তাজুল ইসলাম এমপি, ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, ভারতের সিভিল এভিয়েশনের যুগ্ম সচিব শেফালী জুনিঘা প্রমুখ। রাইজিংবিডি/ভোলা/২৫ সেপ্টেম্বর ২০১৮/নয়ন/শাহেদ