সারা বাংলা

নাগরপুরে ব্রিজ ভেঙে ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের নাগরপুরে বেইলি ব্রিজ ভেঙে একটি ড্রাম ট্রাক খালে পড়ে গেছে। এ ঘটনায় টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়ক দিয়ে ঢাকা ও বৃহত্তর ফরিদপুরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার দিবাগত গভীর রাতে বালিভর্তি একটি ট্রাক উপজেলার ভালকুটিয়া যাওয়ার পথে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের বারাপুষা বাজার সংলগ্ন উত্তর পাশে খালের ওপর নির্মিত বেইলি ব্রিজের ওপর উঠলে ব্রিজ ভেঙে ট্রাকটি খালে পড়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ব্রিজ ভেঙে পড়ায় টাঙ্গাইল আরিচা আঞ্চলিক মহাসড়কে যানজটের সৃষ্টি হয়ে যান চলাচল বন্ধ হয়ে পথচারীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অতিদ্রুত ব্রিজটি মেরামত করা না হলে জনজীবন ও যাতায়াত ব্যবস্থা স্থবির হয়ে পড়বে।  

টাঙ্গাইল সড়ক ও জনপদ বিভাগের জেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আমিমুল এসহানের সাথে মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কে বারাপুষা নামক স্থানে বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক খালে পড়ার সংবাদ শুনেছি। স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে খাল থেকে ট্রাকটি উদ্ধার করে অতি দ্রুত ব্রিজটি মেরামত করে যান চলাচলের ব্যবস্থা করা হবে।’ এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আসমা শাহীনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘ব্রিজ ভেঙে একটি ট্রাক খাদে পড়ার সংবাদ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্রিজটি অতি দ্রুত মেরামত করার জন্য জেলা নির্বাহী প্রকৌশলীকে তাগিদ দেওয়া হয়েছে।’ রাইজিংবিডি/টাঙ্গাইল/২৬ সেপ্টেম্বর ২০১৮/শাহরিয়ার সিফাত/সাইফুল