সারা বাংলা

বাসাইলে বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের বাসাইলে বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বাসাইল-টাঙ্গাইল সড়কের দাপনাজোর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৮৫ পিস শাড়ি, থ্রি-পিচ ৭৫টি, টু-পিচ ১০টি ও ১০ পিস উড়না উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- মির্জাপুর উপজেলার অভিরামপুর এলাকার হাসমত আলীর ছেলে আনিছুর রহমান (২৩), মৃত আলাল উদ্দিনের ছেলে বাদশা মিয়া (৩২), বিল্লাল সিকদারের ছেলে ইব্রাহিম সিকদার (৩৫) ও একই উপজেলার ইন্নত খা চালা এলাকার মৃত আব্দুল করিম সিকদারের ছেলে নাঈম সিকদার (১৮)। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাসাইল থানা পুলিশ বাসাইল-টাঙ্গাইল সড়কের দাপনাজোর এলাকা থেকে চারজনকে আটক করে। এ ছাড়াও শাড়ির মালিক মির্জাপুর উপজেলার অভিরামপুর পূর্বপাড়ার আজিজুল হকের ছেলে লেবু মিয়া দৌড়ে পালিয়ে যায়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ তাদের বহনকৃত পিকআপটি জব্দ করা হয়। বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান বলেন, ‘আটককৃতদের বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত কাপড়ের মূল্য আনুমানিক প্রায় ৪ লাখ টাকা। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

 

 

রাইজিংবিডি/টাঙ্গাইল/২৬ সেপ্টেম্বর ২০১৮/শাহরিয়ার সিফাত/সাইফুল