সারা বাংলা

গাজীপুরের দুটি রুটে বিআরটিসি বাস চালু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : যাত্রী চলাচলের সুবিধার্থে গাজীপুর সিটি কর্পোরেশনের শিববাড়ী থেকে শ্রীপুর উপজেলার মাওনা এবং কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পর্যন্ত দুটি রুটে চালু হয়েছে বিআরটিসি বাস সার্ভিস। বৃহস্পতিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনে চান্দনা চৌরাস্তা এলাকায় ফিতা কেটে বাস সার্ভিসের উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও জেলা পুলিশ সুপার শামসুন্নাহার। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ‘মহাসড়কে তিনচাকার যানবাহন চলাচল না করায় যাত্রীদের যাতায়াতের কথা চিন্তা করে এ বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে। রাস্তায় চলাচলের সময় সরকারি এ সম্পদ সুরক্ষায় সকলকে দায়িত্বশীল হতে হবে।’ পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, ‘মহাসড়কে অটোরিকশা, ইজিবাইক চলাচল করতে পারবে না। এ গুলো শাখা রোডে চলাচল করবে। এসব যানবাহন থেকে কেউ কোন ধরণের চাঁদা নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ গাজীপুরে বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটের ডিজিএম (ট্রেনিং) প্রকৌশলী ফাতেমা বেগম জানান, যাত্রীদের চলাচলের সুবিধার্থে ওই সার্ভিসের বাসগুলো গাজীপুরে শিববাড়ি থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এবং শিববাড়ি থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় পর্যন্ত চলাচল করবে। দুটি রুটে এখন ১৩টি বাস বরাদ্ধ দেওয়া হয়েছে। যাত্রীর সংখ্যা বিবেচনা করে বাস আরো বাড়ানো হবে। অনুষ্ঠানে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর, বিআরটিসির গাজীপুর ডিপোর ম্যানেজার (অপারেশন) মোঃ শাহরিয়ার বুলবুল, বাসন থানার ওসি মুক্তার হোসেন, বিআরটিসির শ্রমিক কর্মচারী শ্রমিক লীগের সহ সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/গাজীপুর/২৭ সেপ্টেম্বর ২০১৮/ হাসমত আলী/টিপু