সারা বাংলা

বিএনপি নেতা হাবিব কারাগারে

সাতক্ষীরা সংবাদদাতা : বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের দুই বারের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব রোববার আত্মসমর্পণ করলে আদালত তাকে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছে। এ সময় আদালত তিনটি মামলায় জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একটি মামলায় তাকে জামিন দেন। আদালত সূত্রে জানা গেছে, হাবিবুল ইসলাম হাবিব তালা উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন হত্যার দুটি ও চাঁদাবাজির দুটি মামলায় সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) অরুনাভ চক্রবর্তীর আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। উভয়পক্ষের বক্তব্য শেষে আদালত আলতাফ হত্যাসহ তিনটি মামলায় জামিন আবেদন নাকচ করে দিয়ে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালত চাঁদাবাজির একটি মামলায় তার জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষে জামিনের পক্ষে যুক্তি তুলে ধরেন আবদুল মজিদ। সরকার পক্ষে জামিনের বিরোধিতা করে বক্তব্য দেন পিপি ওসমান গনি। ২০০৪ সালের ৪ মে আলতাফ হোসেনকে বোমা মেরে হত্যা করে সন্ত্রাসীরা। এ সংক্রান্ত দুটি মামলায় হাবিবুল ইসলাম হাবিব জামিন নিতে আদালতে আত্মসমর্পণ করেন। রাইজিংবিডি/সাতক্ষীরা/৭ অক্টোবর ২০১৮/এম. শাহীন গোলদার/বকুল