সারা বাংলা

নরসিংদীতে স্মার্ট কার্ড বিতরণ বুধবার

নরসিংদী সংবাদদাতা: নরসিংদীতে ১০ অক্টোবর বুধবার থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হচ্ছে। ওইদিন থেকে নরসিংদী পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে স্মার্টকার্ড বিতরণ করা হবে। তারিখ অনুযায়ী এই বিতরণ কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। জাতীয় পরিচয়পত্রসহ স্ব-শরীরে উপস্থিত থেকে ১০ আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ প্রদান করে স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন রোববার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ৩০ জনকে স্মার্ট কার্ড হস্তান্তরের মাধ্যমে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এ তথ্য জানানো হয়। ঢাকা অঞ্চলের নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার মো: জাকির হাসান, মাধবদী পৌরসভার মেয়র মো: মোশাররফ হোসেন প্রধান মানিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামেরী হাসান, জেলা নির্বাচন কর্মকর্তা মো: মেছবাহ উদ্দিন উপস্থিত ছিলেন।

 

 

রাইজিংবিডি/নরসিংদী/৯ অক্টোবর ২০১৮/গাজী হানিফ মাহমুদ/টিপু