সারা বাংলা

সিরাজগঞ্জে বিপুল অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জ সদর উপজেলার কাদাই এলাকায় অভিযান চালিয়ে আটটি ওয়ান শুটারগান ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় গোপাল চন্দ্র সূত্রধর (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কে কাদাই এলাকার ডেলপার্কের মূল ফটক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোপাল সূত্রধর বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের হরিপদ চন্দ্র সূত্রধরের ছেলে।  বিকেলে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার টুটুল চক্রবর্তী। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোপাল চন্দ্র সূত্রধর অজ্ঞাত এক ব্যক্তির কাছে বিক্রির উদ্দেশ্যে স্কুলব্যাগের ভেতরে অস্ত্র নিয়ে কাদাই এলাকায় ডেলপার্কের সামনে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তার কাছে থাকা স্কুল ব্যাগের ভেতর থেকে আটটি শুটার গান ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশ সুপার জানান, আটক গোপাল চন্দ্র সূত্রধর শুটারগানের কাঠের অংশ নিজেই তৈরি করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তিনি প্রায় দেড় বছর ধরে আগ্নেয়াস্ত্র তৈরি ও ক্রেতার চাহিদা অনুযায়ী সরবরাহ করে আসছিলেন। অবৈধ অস্ত্র উৎপাদন, পরিবহণ ও ক্রয়-বিক্রয় সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন। রাইজিংবিডি/সিরাজগঞ্জ/১০ অক্টোবর ২০১৮/অদিত্য রাসেল/বকুল