সারা বাংলা

বিসিসি নির্বাচন : একজনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশাল সিটি করপোরেশনের স্থগিত হওয়া নয় কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার। এরই মধ্যে অবৈধভাবে ভোটকেন্দ্রে প্রবেশের দায়ে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নগরীর সিটি কলেজ কেন্দ্রে ইকবাল হোসেন নামের ওই যুবক প্রবেশ করলে তাকে জরিমানা করেন আদালত। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ছয়টি সাধারণ কেন্দ্র এবং তিনটি সংরক্ষিত কেন্দ্রে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থী সংখ্যা ৩৪ জন। এর মধ্যে সাধারণ কাউন্সিলন ১৯ জন এবং সংরক্ষিত কাউন্সিলর ১৫ জন। আর ভোটার ২৫ হাজার ৫১৭ জন। গত ৩০ জুলাই নির্বাচনের দিন বেশ কিছু কেন্দ্রে সুষ্ঠু নির্বাচন হয়নি বলে অভিযোগ ওঠে। এরই প্রেক্ষিতে নির্বাচন কমিশন একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির রিপোর্ট অনুসারে এসব কেন্দ্রে পুনরায় নির্বাচন করার সুপারিশ করা হলে নির্বাচন কমিশন এই নয় কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়। প্রতিকেন্দ্র তিন স্তরের নিরাপত্তা রয়েছে। প্রচুর আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। এখন পর্যন্ত (দুপুর ২টা) সুষ্ঠু নির্বাচন হচ্ছে বলে জানিয়েছে রিটার্নিং অফিসার মো. মুজিবুর রহমান। ভোটগ্রহণ চলছে এমন কেন্দ্রগুলো হলো- নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের আলেকান্দা ফারিয়া কমিউনিটি সেন্টার (পুরুষ), ১৭ নম্বর ওয়ার্ডের আগরপুর রোডের সরকারি মহিলা কলেজ (মহিলা) ও সদর রোডের সিটি কলেজ (পুরুষ), ২২ নম্বর ওয়ার্ডের সিঅ্যান্ডবি রোডের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (পুরুষ) ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (মহিলা), ২৩ নম্বর ওয়ার্ডের চৌমাথা আরএম সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় (পুরুষ), ২৪ নম্বর ওয়ার্ডের রূপতলী হাউজিং শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় (পুরুষ), ২৫ নম্বর ওয়ার্ডের রূপাতলী জাগুয়া মাধ্যমিক বিদ্যালয় এবং ১ নম্বর ওয়ার্ডের সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র। রাইজিংবিডি/বরিশাল/১৩ অক্টোবর ২০১৮/জে.খান স্বপন/সাইফুল