সারা বাংলা

‘দৈন্যতার কারণে ড. কামালদের সঙ্গে বিএনপির ঐক্য’

নিজস্ব প্রতিবেদক, সিলেট : চিন্তা-চেতনার দৈন্যতার কারণেই বিএনপি ড. কামাল হোসেনদের সঙ্গে ঐক্য করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। তিনি এও বলেন, ‘‘সারা দেশে যাদের দুই হাজারও ভোট নেই, তাদের সঙ্গে বিএনপির ঐক্য তাদের দৈন্যতা।’’ রোববার সিলেটে মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে যোগাযোগ ও সামাজিক উদ্বুদ্ধকরণ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। নগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজক ছিল প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়। গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যপ্রক্রিয়ার নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ নামে সরকারবিরোধী বৃহত্তর জোট শনিবার আত্মপ্রকাশ করে। বিএনপি ছাড়াও এ জোটে আছে আ স ম রবের নেতৃত্বাধীন জেএসডি, মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য। নির্বাচনের আগে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দিয়ে সর্বদলীয় গ্রহণযোগ্য সরকার গঠন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তিসহ ঘোষিত সাত দফা দাবি এবং ১১টি লক্ষ্য ঘোষণা করা হয়েছে জোট থেকে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে কর্মশালায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে দক্ষ জনশক্তি এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে প্রাথমিক শিক্ষার বিকল্প নেই। এ জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রাথমিক শিক্ষাখাতে ৬৮ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। এটা বাস্তবায়নের বিষয়টি নির্ভর করছে শিক্ষকদের ওপর। মা যেমন শিশুদের লালন-পালন করে, যুগপোযোগী মানসম্মত প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষকদের সেভাবে আন্তরিক হয়ে শিক্ষার্থীদের পড়ালেখা করাতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন, সিলেটের বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) সাবের হোসেন প্রমুখ। কর্মশালায় সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি, অভিভাবক সদস্যসহ সংশ্লিষ্টরা অংশ নেন। রাইজিংবিডি/সিলেট/১৪ অক্টোবর ২০১৮/নোমান/বকুল