সারা বাংলা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটটি যানবাহনকে ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিআরটিএ এর সহযোগিতায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের তারটিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল করিম, মুহাম্মদ শাহনুর জামান ও বিআরটিএ মটরযান পরিদর্শক মোহাম্মদ অহিদুর রহমান। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল করিম জানান, যানবাহনের রেজিষ্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ ও ইনস্যুরেন্স না থাকায় আট যানবাহনকে মোটরযান অধ্যাদেশ আইন-১৯৮৩ সালের ১৫২ ও ১৫৫ ধারায় মোট ২১ হাজার ৫০০ টাকা আর্থিক জরিমানা করা হয়। রাইজিংবিডি/টাঙ্গাইল/১৬ অক্টোবর ২০১৮/শাহরিয়ার সিফাত/শাহেদ