সারা বাংলা

রিকশা চালকের মেধাবী কন্যার পাশে জনতা ব্যাংক

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর মেডিক্যাল কলেজের এমবিবিএস ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পাওয়া রিকশা চালক বাবা মো. ফরিদ আহমেদ বাকীর কন্যা মোছা. ফরিদা আক্তারের পাশে দাঁড়িয়েছে ফরিদপুরের জনতা ব্যাংকের বিভাগীয় কার্যালয়। রোববার সকালে ফরিদার হাতে এক লাখ টাকার চেক তুলে দেন জিএম শাহ মো. আসাদ উল্লাহ। এ সময় ব্যাংকের বিভাগীয় কার্যালয়ে এজিএম মির্জা জাহিদুজ্জামান, অবসরপ্রাপ্ত ডিএমডি এস এম কামাল, প্রিন্সিপাল অফিসার প্রদীপ সেন উপস্থিত ছিলেন। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ফরিদা আক্তার জানান, দরিদ্র বাবার সংসারে অনেক কষ্ট করে তাকে পড়াশোনা করতে হয়। মেডিক্যালে পড়া ছিল তার স্বপ্ন, যে খরচ তার দরিদ্র পিতার পক্ষে চালানো কষ্টসাধ্য। ফরিদার পিতা মো. ফরিদ আহমেদ বাকী স্বপ্ন দেখেন মেয়ে চিকিৎসক হয়ে দেশের দরিদ্র মানুষের সেবা করবে। স্বচ্ছল ব্যক্তিদের প্রতি এমন মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জনতা ব্যাংকের জিএম শাহ মো. আসাদ উল্লাহ বলেন, ‘প্রত্যেক সামর্থ্যবান মানুষের উচিত সমাজের জন্য ভালো কিছু করা, অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়ানো।’ রাইজিংবিডি/ফরিদপুর/২১ অক্টোবর ২০১৮/মো. মনিরুল ইসলাম টিটো/সাইফুল