সারা বাংলা

নোয়াখালীতে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় অভিযান চালিয়ে তিনজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে উপজেলার মহিতখোলা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- ওই গ্রামের মজিবুল হকের ছেলে নুরুল হক (৪৩), ইদ্রিস মিয়ার ছেলে মো. লিটন (২৫) ও খোয়ারপাড়া ভূঁইয়া বাড়ীর জাফর আহমদের ছেলে আব্দুর রহিম (২৮)। র‌্যাব-১১ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-৩, লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে মহিতখোলা এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় একটি ঘর থেকে তিন জন অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার  করা হয়। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে একটি ৯এমএম পিস্তল, তিন রাউন্ড গুলি ও ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায় তারা দীর্ঘ দিন নোয়াখালীর বিভিন্ন এলাকায় মাদক ও অস্ত্র ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রাইজিংবিডি/নোয়াখালী/২১ অক্টোবর ২০১৮/মাওলা সুজন/বকুল