সারা বাংলা

কক্সবাজারে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার আদালতে দায়ের করা মানহানি মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে অ্যাডভোকেট ফখরুল ইসলামের দায়ের করা একটি মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার বাদি জানান, ব্যারিস্টার মইনুল হোসেন নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে লাঞ্ছিত করেছেন। একটি বেসরকারি টেলিভিশনের টকশো চলাকালীন মাসুদা ভাট্টি ব্যারিস্টার মইনুল হোসনকে জামায়াতের অঙ্গসংগঠন শিবিরের সাথে সম্পর্ক থাকার বিষয়টি তুলে আনলে ক্ষিপ্ত হয়ে ব্যারিস্টার মইনুল মাসুদা ভাট্টিকে বলেন, 'আমি আপনাকে একজন চরিত্রহীন বলে মনে করতে চাই'। এতে এ দেশের নারীসমাজকে অপমান করা হয়েছে। তাই ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে বাংলদেশের দণ্ডবিধির ৫০১ ধারায় মামলাটি দায়ের করেন তিনি। আদালত মামলাটি আমলে নিয়ে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

 

 

রাইজিংবিডি/কক্সবাজার/২৩ অক্টোবর ২০১৮/সুজাউদ্দিন রুবেল/সাইফুল