সারা বাংলা

মির্জাপুরে নদীর মাটি বিক্রির অপরাধে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুরে নদী থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির করার অপরাধে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন এ জরিমানা আদায় করেন। জানা গেছে, মির্জাপুর পৌর এলাকার পুষ্টাকামুরী চরপাড়া গ্রামের মোশারফ হোসেন উয়ার্শী ইউনিয়নের রাজাপুর এলাকায় লৌহজং নদীর তীর কেটে অবৈধভাবে মাটি কাটা হতো। পরে তা ট্রাকে করে রাতের আঁধারে বিক্রি করা হতো।গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সোমবার রাতে উয়ার্শী-বালিয়া সড়কের মির্জাপুর পৌর এলাকার পুষ্টকামুরী মোহরবাড়ির মোড় এলাকায় অবস্থান নিয়ে মাটি বোঝাই ৯টি ট্রাক আটক করেন। মঙ্গলবার দুপুরে নদীর তীর কেটে মাটি কেটে পরিবহন যোগে তা বিক্রির অপরাধে মোশারফ হোসেনকে এক লাখ টাকা জরিমানা ও ৯টি ট্রাকের মাটি জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। রাইজিংবিডি/টাঙ্গাইল/২৩ অক্টোবর ২০১৮/শাহরিয়ার সিফাত/শাহেদ