সারা বাংলা

‘দেশ দারিদ্র্য ও বৈষম্যমুক্ত করতে পদক্ষেপ নেওয়া হবে’

নিজস্ব প্রতিবেদক, রংপুর : জাতীয় সংসদের স্পিকার ও রংপুরের পীরগঞ্জ আসনের সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশ ক্ষুধা-দারিদ্র্য ও বৈষম্যমুক্ত করতে এখানে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। মাস্টারপ্লানের ভিত্তিতে প্রতিটি ইউনিয়নে উন্নয়ন করা হবে। পীরগঞ্জের জনগণ আর পিছিয়ে থাকবে না। তাদের উন্নয়নের মূলস্রোতে সম্পৃক্ত করা হয়েছে। শুক্রবার পীরগঞ্জ উপজেলার পরিষদের মাসিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ সব কথা বলেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডলের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোনায়েম হোসেন সরকার মানু, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবা বেগম মিথী, পীরগঞ্জ পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম প্রমুখ। এর আগে স্পিকার উপজেলা পরিষদ চত্বরে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১৩০টি পরিবারের প্রত্যেককে এক বান্ডিল করে ঢেউটিন ও নগদ তিন হাজার টাকা বিতরণ করেন।  বিকেলে স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ড. এম এ ওয়াজেদ মিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাহাঙ্গীর আলম বুলবুল, উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীমসহ স্থানীয় রাজনৈতিক নেতারা। রাইজিংবিডি/রংপুর/২ নভেম্বর ২০১৮/নজরুল মৃধা/বকুল