সারা বাংলা

গাজীপুরে ২৫ টন পলিথিন জব্দ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া ও চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫ টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করেছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সকাল ১০টা থেকে সিটি করপোরেশনের ভোগড়া ও চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযান চালায়। এ সময় ওইসব এলাকার ৬টি গুদাম থেকে প্রায় ২৫ টন পলিথিন ব্যাগ জব্দ করা হয়। রাইজিংবিডি/ গাজীপুর / ৬ নভেম্বর ২০১৮/ হাসমত আলী/শাহেদ