সারা বাংলা

সেন্টমার্টিনে মালয়েশিয়াগামী ৩৩ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি : সমুদ্রপথে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টাকালে ৩৩ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা। এদের মধ্যে ১০ জন নারী, ১৪ জন পুরুষ ও নয়টি শিশু। এরা সকলে রোহিঙ্গা নাগরিক। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে। এ সময় আটক করা হয়েছে ৬ দালালকে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে একটি ট্রলারসহ তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার লে. ফয়েজুল ইসলাম মন্ডল। তিনি জানান, এদের টেকনাফ এনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাইজিংবিডি/কক্সবাজার/৭ নভেম্বর ২০১৮/সুজাউদ্দিন রুবেল/বকুল